ইসলামে মাদক সেবন কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি মানুষের শরীর, মন ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কুরআন ও হাদিসে স্পষ্টভাবে মাদককে হারাম ঘোষণা করা হয়েছে এবং এটি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাদক মানুষের বিবেক-বুদ্ধি নষ্ট করে, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি—সুস্থ চিন্তা ও আত্মনিয়ন্ত্রণের পরিপন্থী।
আল কুরআনে মাদকের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, "হে মুমিনগণ! মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ—এসব শয়তানের অপবিত্র কাজ; সুতরাং তোমরা এসব থেকে দূরে থাকো, যাতে তোমরা সফলকাম হতে পারো।" (সুরা মায়েদা: ৯০)।
এই আয়াত থেকে বোঝা যায়, মাদক শুধু হারামই নয়, বরং এটি শয়তানের কাজ এবং এতে লিপ্ত হলে মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়।
হাদিসেও মাদকের কুফল সম্পর্কে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "প্রত্যেক মাদকদ্রব্য হারাম। যা নেশা সৃষ্টি করে, তার সামান্য পরিমাণও হারাম।" (সহিহ মুসলিম)।
অর্থাৎ, যে কোনো বস্তু যা মানুষের জ্ঞান-বুদ্ধি নষ্ট করে, তা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
মাদক শুধু ব্যক্তিগতভাবে ক্ষতি করে না, বরং এটি পরিবার ও সমাজের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে। মাদকাসক্ত ব্যক্তি তার পারিবারিক দায়িত্ব ভুলে যায়, তার চরিত্র নষ্ট হয় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইসলামে পারস্পরিক সহযোগিতা, শান্তি ও সুস্থ জীবনযাত্রার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা মাদকের কারণে ব্যাহত হয়।
মাদকের অন্যতম ভয়ংকর দিক হলো এটি অপরাধ প্রবণতা বাড়ায়। মাদকাসক্ত ব্যক্তি চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ে। ইসলামে যেহেতু ন্যায়বিচার ও সামাজিক স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে, তাই এমন কোনো কিছু গ্রহণ করা জায়েজ নেই, যা মানুষকে পাপের দিকে ধাবিত করে।
শারীরিক দৃষ্টিকোণ থেকেও মাদকের ভয়াবহতা অপরিসীম। এটি ধীরে ধীরে লিভার, ফুসফুস, মস্তিষ্কসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ধ্বংস করে। শরীরকে সুস্থ রাখা ইসলামের অন্যতম নির্দেশ, এবং মাদক সেবন সেই বিধান লঙ্ঘন করে। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "তোমার দেহেরও তোমার ওপর অধিকার রয়েছে।" (সহিহ বুখারি)।
তাই শরীরের ক্ষতি হয় এমন কিছু গ্রহণ করা ইসলাম সমর্থন করে না।
মাদক থেকে মুক্ত থাকার জন্য ইসলাম আত্মসংযম, ইবাদত ও সৎ সঙ্গ গ্রহণের ওপর গুরুত্ব দেয়। নামাজ, কুরআন তিলাওয়াত ও আল্লাহর ভয় মাদকাসক্তি থেকে দূরে থাকার বড় হাতিয়ার। পাশাপাশি, যেসব পরিবেশ ও মানুষ মাদকের প্রতি প্রলুব্ধ করে, তাদের থেকে দূরে থাকা উচিত। ইসলাম সবসময় সুস্থ, পরিচ্ছন্ন ও কল্যাণময় জীবনযাপনের শিক্ষা দেয়, যেখানে মাদকের কোনো স্থান নেই।
thebgbd.com/NIT