রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, হাসপাতালের পাঠানো দরকার বলে জানিয়েছেন এক চিকিৎসক।
রোববারের (২ ফেব্রুয়ারি) তিতুমীর কলেজ ক্যাম্পাসের সামনে রাসেল নামের ওই চিকিৎসক সাংবাদিকদের জানান, তিন শিক্ষার্থীর অবস্থা গুরুতর। বিভিন্ন কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দ্রুত ওই শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো দরকার।
এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশনের পঞ্চম দিন রোববার কলেজের সামনে বাঁশ দিয়ে দুই পাশের রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পন্ন বন্ধ হয়ে যায়।
পরে আন্দোলনকারীরা জানান, বিশ্ব ইজতেমার কারণে রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কগুলোতে কর্মসূচি পালন করবেন। আজকের মতো কর্মসূচি শিথিল থাকবে।
এছাড়া আমরণ অনশনে থাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগেও কয়েকজন অসুস্থ হওয়ার পর চিকিৎসা দেয়া হয়।