ঢাকা | বঙ্গাব্দ

ব্রিকস দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি

ডলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো বিকল্প মুদ্রা চালু করলে তিনি ওই দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
  • অনলাইন ডেস্ক | ০২ ফেব্রুয়ারি, ২০২৫
ব্রিকস দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি ব্রিকস জোটভুক্ত দেশসমুহ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ব্রিকস (BRICS) জোটভুক্ত দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প এর আগে হুমকি দেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস জোট যুক্তরাষ্ট্রের ডলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো বিকল্প মুদ্রা চালু করলে তিনি ওই দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। বৃহস্পতিবার রাতে তিনি আবারও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন।


তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘ব্রিকস দেশগুলো যখন ডলার থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করছে, তখন আমরা শুধু বসে বসে চেয়ে দেখব- সেই যুগ শেষ। আমরা এই বৈরী দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চাই, তারা নতুন কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না এবং অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের প্রতিস্থাপক হিসেবে সমর্থন দেবে না। অন্যথায়, তারা ১০০% শুল্কের সম্মুখীন হবে।’


এদিকে, ট্রাম্প চীনকেও আলাদাভাবে হুমকি দিয়েছেন। ব্রিকস জোটের সদস্য চীনের ওপর তিনি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ফেব্রুয়ারি ১ থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা ও ফেন্টানিল সরবরাহে চীনের ভূমিকার অভিযোগে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড