বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের আট জেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে। এসব জেলা হলো মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর। এর মধ্যে মেহেরপুরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও বাকি জেলাগুলোতে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেহেরপুর জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন জাভেদ মাসুদ মিল্টন, আর অ্যাডভোকেট কামরুল হাসান হয়েছেন সদস্য সচিব। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন রহিম নেওয়াজ এবং সদস্য সচিব হয়েছেন আসাদুজ্জামান আসাদ।
বান্দরবান জেলা বিএনপির পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন স্বাচিন প্রু জেরী এবং সদস্য সচিব হয়েছেন জাবেদ রেজা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং লিয়াকত হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আফরোজা খান রিতাকে। কমিটিতে ছয়জন সদস্য রয়েছেন।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান সিনহা এবং সদস্য সচিব হয়েছেন মহিউদ্দিন আহমেদ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. মামুন মাহমুদকে।
গাজীপুর জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হয়েছেন ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক হয়েছেন শাহ রিয়াজুল হান্নান, এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
এছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে, যেখানে আহ্বায়ক হয়েছেন আমিরুল ইসলাম খান আলীম।
thebgbd.com/NA