ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনে নিহত ১৫

শুক্রবার থেকে শনিবার রাতভর মধ্য ও পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০২ ফেব্রুয়ারি, ২০২৫
ইউক্রেনে নিহত ১৫ আহত একজনকে নেওয়া হচ্ছে।

রাশিয়া শনিবার রাতভর ইউক্রেনের আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। ইউক্রেনের পোলতাভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


আঞ্চলিক কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে শনিবার রাতভর মধ্য ও পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে এক শিশুসহ এগারোজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এএফপির ছবিতে, ফায়ার সার্ভিসের কর্মীদের একটি ভবনের ধোঁয়াটে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে তল্লাশি চালাতে দেখা যাচ্ছে। 


পাশের এক ভবনের বাসিন্দা ওলেনা সভিরিড বলেন, ঈশ্বর আমাদের রক্ষা করেছেন। এএফপিকে তিনি বলেন, আমাদের বিপরীতে পঞ্চম তলা থেকে আমার একজন মহিলা বন্ধুকে বের করে আনা হয়। কিন্তু সে আর তখন বেঁচে নেই। সে দেয়ালে চাপা পড়ে। অনেক হতাহতের ঘটনা ঘটেছে বলে তিনি জানান। 


পোলতাভার ভারপ্রাপ্ত মেয়র কাতেরিনা ইয়ামশ্চিকোভা বলেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে। তিনি এএফপিকে বলেন, চিকিৎসকরা আমাদের আহতদের জন্য লড়াই করছেন। ইউক্রেন শনিবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, রাশিয়া কুরস্ক অঞ্চলের সুদজা শহরে বেসামরিক নাগরিকদের আশ্রয়দানকারী একটি বোর্ডিং স্কুলে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। এই অঞ্চল কিয়েভ পাঁচ মাসেরও বেশি সময় ধরে দখল করে রেখেছে।


সূত্র: এএফপি


এসজেড