লা-লিগায় রেলিগেশনের শঙ্কায় থাকা দেপার্তিভো আলাভেসের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলেছে বার্সেলোনা। ৬১ মিনিটে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি গোলে ১-০তে জিতেছে দলটি। এ জয়ে টেবিলের তিনে থেকে উন্নতি না হলেও টেবিল টপার রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও কমিয়ে এনেছে বার্সেলোনা।
অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই আলাভেসকে চাপে রেখেছিল বার্সেলোনা। আক্রমণের পর আক্রমণ সানালেও আলাভেসের রক্ষণে চিড় ধরাতে পারেননি লামিন ইয়ামাল বা রাফিনহারা। ফলে প্রথমার্ধে গোলশুন্য ড্র রেখে বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।
বিরতি থেকে ফিরে আরও ১৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। ৬১ মিনিটে এসে গোলের দেখা পান পোলিশ স্ট্রাইকার, পয়েন্ট ৪২ থেকে বেড়ে ৪৫ হয়। অবশ্য টেবিলে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি কোনোও দলের। খেলার শেষ মিনিটে এসে দুটি হলুদ কার্ড দেখেন লামিন ইয়ামাল ও ফেরমিন।
লা-লিগায় ২২ ম্যাচ খেলে ১৫ জয়ে সবার শীর্ষে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট এক কম ৪৮ এবং বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৪৫ এ। ৭ ফেব্রুয়ারি কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালের আগে এটি বার্সার শেষ লিগ ম্যাচ।
thebgbd.com/NIT