ঢাকা | বঙ্গাব্দ

পতিত স্বৈরাচারের পক্ষে লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার: প্রেস সচিব

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
পতিত স্বৈরাচারের পক্ষে লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার: প্রেস সচিব ছবি : সংগৃহীত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচারের পক্ষে যারা লিফলেট বিতরণ করবেন, তাদের গ্রেপ্তার করা হবে। এর মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। 


সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 


এ সময় শফিকুল আলম জানান, জিনিসপত্রের দাম কমছে। রোজার আগেই চাঁদাবাজি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 


এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের ঘটনাগুলো খুব খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে।


ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিষয়ে সরকারের অবদান স্পষ্ট করেছেন শিক্ষা উপদেষ্টা। জনদুর্ভোগ করার চেষ্টা করলে সরকার কঠোর হবে।


তিনি আরও বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উল্লেখিত মৃত্যুগুলো সাম্প্রদায়িক সহিংসতায় নয়। এ ব্যাপারে তাদেরকে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার অনুরোধ থাকবে।



thebgbd.com/NA