ভয়াবহ বিক্ষোভে ফুঁসে উঠেছে পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মির। শনিবার (১১ মে) আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদ ও অন্যান্য জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯০ জন কর্মকর্তা ও সদস্য।
পাকিস্তানের জিও নিউজসহ অন্যান্য সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মূল্যস্ফীতি, উচ্চ কর আদায় এবং বিদ্যুৎ সংকটের জেরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় আজাদ কাশ্মিরের বিভিন্ন এলাকায়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আঞ্চলিক রাজনৈতিক দল জম্মু অ্যান্ড কাশ্মির জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ শিগগিরই স্বাধীনতাকামী বিক্ষোভে রূপ নেয়।
শুক্রবার আজাদ কাশ্মিরজুড়ে ধর্মঘটের ডাক দেয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। সেই কর্মসূচি থেকে কয়েক ডজন নেতাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে কেন্দ্র শাসিত এই অঞ্চলের বিভিন্ন জেলায় শনিবার ফের তীব্র বিক্ষোভ শুরু হয়। এ সময় দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের।
মুজাফফরাবাদ ব্যবসায়ী সংঘের চেয়ারম্যান এবং জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সদস্য শওকত নওয়াজ মির সাংবাদিকদের বলেন, ‘অন্যান্য জেলা ও এলাকায় সংঘর্ষ হলেও মুজাফফরাবাদে সংঘর্ষের মাত্রা ছিল অনেক বেশি। আমরা দাবির সঙ্গে বলতে পারি যে পুরো জেলায় কোথাও দোকান খোলেনি, রাস্তায় একটি গাড়ির চাকাও ঘোরেনি।’
শনিবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে আজাদ কাশ্মিরের ইসলাম গড় এলাকায়। মিছিলে বাধা দেওয়ায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বুকে গুলি লাগে সহকারী উপপরিদর্শক আদান কুরায়েশির। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
এছাড়া পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে টিয়ারশেল ও পাথর বিনিময়ের জেরে আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে পুলিশ ও বিক্ষোভকারী উভয়েই রয়েছেন।
বিক্ষোভ দমনে আজাদ কাশ্মিরের আঞ্চলিক সরকার এই অঞ্চলের দশ জেলার সবগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আন্দোলনের কেন্দ্র মুজাফফরাবাদের সঙ্গে অন্যান্য জেলার সংযোগ সড়কেও বসানো হয়েছে ব্যারিকেড।
‘আমরা আজাদ কাশ্মিরের জনগণকে বলতে চাই— এই বিক্ষোভ আমাদের ন্যায্য অধিকার আদায় ও প্রকৃত স্বাধীনতা অর্জনের লড়াই। আপনারা সবাই এতে যোগ দিন,’ সাংবাদিকদের বলেছেন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতা শওকত নওয়াজ মির।
সূত্র : জিও টিভি, এনডিটিভি ওয়ার্ল্ড