ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রোববার (১২ মে) দুপুর ২টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মধ্য নলডগি গ্রামে এ ঘটনা ঘটে।
  • | ১২ মে, ২০২৪
লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু ফাইল ছবি

রোববার (১২ মে) দুপুর ২টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মধ্য নলডগি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কৃষক মোস্তফা একই গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে।


মারা যাওয়া কৃষকের ভাগিনা মো. রাশেদ জানায়, নলডগি গ্রামে কৃষক মোস্তফা অন্যের জমি বর্গা নিয়ে সয়াবিন চাষ করেন। প্রতিদিনের ন্যায় রোববার কাজ করতে সয়াবিন ক্ষেতে যান। দুপুরে ক্ষেত থেকে মাথায় করে সয়াবিন নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।


দুপুরে হঠাৎ আকাশে বজ্রপাত হলে মোস্তফা মিয়ার সারা শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশে থাকা অন্য এক কৃষক আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


স্থানীয় ইউপি সদস্য মো. জামাল বলেন, কৃষক মোস্তফা ক্ষেত থেকে মাথায় করে সয়াবিন নিয়ে যাওযার পথে বজ্রপাতে মৃত্যু হয়। পরে ঘটনায় খবর পেয়ে স্থানীয় দাসের হাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।