ঢাকা | বঙ্গাব্দ

শেষ বলের উত্তেজনায় ফাইনালে চিটাগং

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
শেষ বলের উত্তেজনায় ফাইনালে চিটাগং সংগৃহীত

চরম উত্তেজনা, নাটকীয়তা, আর পরিপূর্ণ ক্রিকেট বিনোদন শেষে একাদশ বিপিএলের ফাইনালে উঠে গেল চিটাগং কিংস। ম্যাচের শেষটা হলো চরম নাটকীয়তার। খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ের জন্য চিটাগং কিংসের প্রয়োজন ছিল ১৫ রান। ক্রিজে তখন দু্ই বোলার আরাফাত সানি ও আলিস আল ইসলাম। ইনিংসের তৃতীয় বলে পরে গিয়ে আহত হলেন আলিস ইসলাম। সেই আলিসই ওভারের শেষ বলে চার হাঁকিয়ে ফাইনালে নিয়ে গেলেন চিটাগং কিংসকে।

নাটকে ভরপুর ম্যাচটা শেষ পর্যন্ত ২ উইকেটে জিতেছে চিটগাং। একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাটিং করে শুরুতে বিপদে পরলেও শিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৩ রান তুলেছিল খুলনা টাইগার্স। ম্যাচটা খুলনার হাতেই ছিল। শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচ জিতে নিয়েছে চিটাগং।


thebgbd.com/AR