ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৩৫ হাজার

  • | ১২ মে, ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৩৫ হাজার নিহত ৩৫হাজারের মধ্যে ১৫ হাজারই শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের চালানো বর্বর হামলায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ মাসের যুদ্ধে ৩৫ হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫ হাজারই হলো শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৮ হাজার ৭৫৫ জন।

৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এরপর ওইদিন গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

তাদের হামলায় গাজার বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, এসব ভবনের নিচে এখনো ১০ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে পড়ে আছে। যেহেতু গাজার উদ্ধারকারীদের কাছে ভারী সরঞ্জাম নেই। সে কারণে ভবনের নিচে কেউ আটকে পড়লেও তাদের উদ্ধার করা সম্ভব হয় না।

এত সংখ্যক ফিলিস্তিনিকে হত্যার পরও গাজায় এখনো বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

তারা এখন নতুন করে হামলা চালাচ্ছে গাজার সর্বশেষ নিরাপদস্থান রাফাহতে। জীবন বাঁচাতে গাজার বিভিন্ন অঞ্চল থেকে রাফাহতে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি। এখন সেখান থেকে তারা অন্যদিকে সরে যাচ্ছেন। তবে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় সব জায়গায় হামলা অব্যাহত রাখায় সাধারণ মানুষের যাওয়ার জায়গাও এখন নেই।

এরমধ্যে রোববার থেকে উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখান থেকেও সাধারণ মানুষকে সরে যেতে হচ্ছে।

সূত্র: আল জাজিরা