ঢাকা | বঙ্গাব্দ

এক-দেড় পেগের মদের বোতল!

নতুন আবগারি আইনে মদ এবং ভাঙের দোকানের লাইসেন্স এ বার ই-লটারির মাধ্যমে পাওয়া যাবে।
  • অনলাইন ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
এক-দেড় পেগের মদের বোতল! টেট্রা প্যাকে পাওয়া যাবে দেশি মদ।

এখন থেকে ৬০ মিলিলিটার এবং ৯০ মিলিলিটারের মদের বোতল পাওয়া যাবে ভারতের উত্তরপ্রদেশে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আবগারি নীতির অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তাতেই এই ঘোষণা করা হয়েছে। তা ছাড়া যোগি-রাজ্যে কাচের বোতলের বদলে এ বার টেট্রা প্যাকে পাওয়া যাবে দেশি মদ।

 

বুধবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেখানে আবগারি আইনের সংস্কার নিয়ে আলোচনা হয়। তার পর ঘোষণা করা হয়েছে, নতুন আবগারি আইনে মদ এবং ভাঙের দোকানের লাইসেন্স এ বার ই-লটারির মাধ্যমে পাওয়া যাবে। আগের মতো লাইসেন্স নবায়ণের ব্যবস্থা থাকছে না। আর ই-লটারিতে যারা মদ এবং ভাং বিক্রির লাইসেন্স পাবেন, রাজ্যে দু’টির বেশি দোকান করতে পারবেন না তারা।


বৈঠক শেষে উত্তরপ্রদেশের আবগারি মন্ত্রী নিতিন আগরওয়াল বলেন, ‘সরকার রেগুলার ক্যাটেগরিতে বিদেশি মদ ৬০ মিলিলিটার (এক পেগ) এবং ৯০ মিলিলিটারের (দেড় পেগ) মদের বোতল আনার অনুমোদন দিয়েছে। এ ছাড়া ভেজাল দেশি মদের বিক্রি রুখতে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হল, দেশি মদ আর কাচের বোতলে পাওয়া যাবে না। টেট্রা প্যাকে বিক্রি হবে।’


উত্তরপ্রদেশের মন্ত্রী আরও জানান, গত সাত বছরে প্রথম বার সে রাজ্যের সমস্ত দেশি, বিদেশি মদের দোকান এবং ভাঙের দোকান ই-লটারি ব্যবস্থার মাধ্যমে বরাদ্দ হবে। নতুন ব্যবস্থায় এক জন আবেদনকারী কেবল একটি আবেদনপত্র জমা করতে পারবেন এবং কোনও ব্যক্তি রাজ্য জুড়ে দু’টির বেশি মদ বা ভাঙের দোকান খুলতে পারবেন না। বিদেশি মদ, বিয়ার, ওয়াইন ইত্যাদি খুচরো বিক্রির জন্য দোকান চালু হবে। নির্ধারিত বিদেশি মদ এবং বিয়ার বিক্রির জন্য অতিরিক্ত লাইসেন্স ফি-ও নেওয়া হবে না।


সূত্র: এনডিটিভি


এসজেড