ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে গত রাতে মূলত কী হয়েছিল?

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে সংঘটিত ঘটনার জেরে সহিংসতার কবলে পড়ে অন্তত ১৫ জন ব্যক্তি আহত হয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
গাজীপুরে গত রাতে মূলত কী হয়েছিল? সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে সংঘটিত ঘটনার জেরে সহিংসতার কবলে পড়ে অন্তত ১৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবি, তারা কোনো হামলায় জড়িত ছিলেন না; বরং তাদের কিছু সহপাঠীকে আটকে রাখার খবরে সেখানে ছুটে গেলে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে মারধর করা হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার যুগ্ম আহ্বায়ক নাবওল আহমেদ বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমাদের জানানো হয় যে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে এবং সেখানে কয়েকজন শিক্ষার্থী আটকে পড়েছে। আমরা দ্রুত তাদের উদ্ধারে ছুটে যাই। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের আটকে রেখে মারধর করে।’


তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে আমরা বারবার পুলিশকে অবগত করি। কিন্তু পুলিশ ঘটনার দুই ঘণ্টা পর এসে পৌঁছায়। হামলাকারীদের সবাই আওয়ামী লীগের সমর্থক ছিল এবং তাদের হামলায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত ১০-১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমাদের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।’


অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার মতে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র ও জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে আক্রমণ চালায়। পরিস্থিতি গুরুতর হলে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে, এতে সাড়া দিয়ে স্থানীয় লোকজন দা, বঁটি, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয় এবং বাড়িটি ঘিরে ফেলে। পরবর্তীতে, তারা বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে কয়েকজনকে প্রচণ্ডভাবে মারধর করে, যার ফলে অন্তত ১৫ জন গুরুতর আহত হন। পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর রাত ১১টার দিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুরের বিভিন্ন সূত্রে জানা যায়, ধীরাশ্রমের দক্ষিণখান এলাকাটি মূলত আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, মাত্র ১৫-২০ জন লোকের পক্ষে এই এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালানো অসম্ভব। তারা সন্দেহ প্রকাশ করেছেন যে ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে এবং পুলিশকে যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা কয়েকজন যুবককে আটক করেছে, যারা নিজেদের নির্দোষ বলে দাবি করছে এবং ক্ষমা প্রার্থনা করছে। আরও কিছু ভিডিওতে দেখা যায়, বাড়ির অভ্যন্তরে কয়েকজনকে নির্দয়ভাবে প্রহার করা হচ্ছে।


এদিকে, ঘটনার প্রতিবাদে রাত পৌনে ২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। গাজীপুরের ছাত্র আন্দোলনের নেতা মো. আবদুল্লাহ জানান, ‘রাতে আমাদের কাছে খবর আসে যে সাবেক মন্ত্রীর বাড়িতে লুটপাট ও হামলা হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হয়। সেখানে গিয়ে তারা দেখে যে লুটপাট চলছে এবং বাধা দিলে একদল অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়। ১৫ জন শিক্ষার্থীকে ছাদে নিয়ে বেধড়ক প্রহার করা হয়, পরে আরও শিক্ষার্থী এলে তাদেরও মারধর করা হয়।’


শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ জানান, রাত ১১টা পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিকাশ (১৫), সামিউল ইসলাম (১৮), রাসেল (২১), শুভ শাহরিয়ার (১৭), হামজা (২১), কাশেম (১৭), আকরাম (২৪), হিমেল (২২), রোহান (২২), নাঈম (২১), ইয়াকুব (২০), গৌরব (২১), হাসান (২২), সাগর (২৩) ও সাজ্জাদ (২১)। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘আমরা প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। তবে হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছি এবং হাসপাতালে পাঠিয়েছি। আমরা এখনো কোনো পক্ষের সঙ্গে কথা বলতে পারিনি, ফলে প্রকৃত ঘটনা কী ঘটেছে, তা এখনই বলা সম্ভব নয়।’

সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


এদিকে, এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি ঘোষণা করেছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি। আজ সকাল সাড়ে ১০টায় ডিসি অফিসের সামনে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। সংগঠনের পক্ষ থেকে সবাইকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


thebgbd.com/NIT