এই সরকারের অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘সরকারের সহনশীলতা ও গণতান্ত্রিক মতপ্রকাশের অবাধ স্বাধীনতার কারণে পতিত সরকার কর্মসূচি ঘোষণা দিতে পারছে।’
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করা হবে। ছয় সংস্কার কমিটি ২ হাজার সুপারিশ করেছে।
তিনি জানান, আইনজীবীদের ফি নির্ধারণ করা লিখিত চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার পদ্ধতি চিরস্থায়ী বন্ধ করার সুপারিশ এসেছে। আদালত প্রাঙ্গণে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ। অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তি ভিত্তিক নিয়োগের আওতায় আনা মামলার জট কমাতে সুপারিশ এসেছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
thebgbd.com/NA