ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ওপর হামলায় মোজাম্মেল বাহিনীর ১৬ জনকে গ্রেপ্তার

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষার্থীদের ওপর হামলায় মোজাম্মেল বাহিনীর  ১৬ জনকে গ্রেপ্তার ছবি : সংগৃহীত।

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হতে না পাড়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করীম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন- হামলার ঘটনায় জড়িত পলাতক আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, জাহাঙ্গীর আলমসহ তাদের দোসরদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 


আজ দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল থেকে তারা এ দাবি জানান। ছাত্র নেতাদের দাবি, গতকাল শুক্রবার দিবাগত রাতে শিক্ষার্থীদের আটকে রাখার খবর পেয়ে ২০ শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপর আক্রমণ চালানো হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে।


নৃশংস এই হামলার প্রতিবাদে আজ গাজীপুরে দিনভর বিক্ষোভ চলে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহানগরীর রাজবাড়ী মাঠে সমাবেশ করেন।


এদিন বিকালে সেখানে উপস্থিত হয়ে পুলিশ কমিশনার হামলায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন এবং পুলিশের ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সদর থানার ওসিকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।


এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশের পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



thebgbd.com/NA