পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেছে। সৌদি আরবে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে সেখানে রোজা শুরু হবে।
সৌদি জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, এ বছর রমজান ২৯ দিনব্যাপী হতে পারে। সে অনুযায়ী, ২৯ মার্চ হবে রমজানের শেষ দিন, আর ঈদুল ফিতর উদযাপিত হবে ৩০ মার্চ। তবে চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।
তিনি আরও জানান, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটি ২৮ ফেব্রুয়ারি রাত ৩টা ৪৪ মিনিটে জন্ম নেবে এবং সেই দিন সন্ধ্যায় ৩২ মিনিট পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, যা খালি চোখে সহজেই দেখা যাবে।
আবহাওয়াবিদদের মতে, এ বছর রমজান মাসের শুরুতেই শীত মৌসুমের সমাপ্তি ঘটবে এবং প্রথম দিনটি বসন্তকালে পড়বে। ফলে রোজার দিনগুলো তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসল্লিরা প্রায় ১৩ ঘণ্টা রোজা পালন করবেন।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয়। সে হিসেবে, বাংলাদেশের মুসলমানরা ২ মার্চ থেকে রোজা রাখা শুরু করতে পারেন।
thebgbd.com/NA