সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল। সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে বিশেষজ্ঞ দলটি।
গত ৫ ফেব্রুয়ারি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে কয়েক তলা বেজমেন্টের খোঁজ পাওয়া যায়। অন্ধকার ওই ভবনের বেজমেন্টের ২ তলা যেতেই পানির সন্ধান পাওয়া যায়।
এ নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে রোববার সেখানে উপস্থিত হয়ে পানি সরায় ফায়ার সার্ভিস। এরপরই সকালে সেখানে আলামত সংগ্রহে যায় সিআইডি ক্রাইম সিন।
thebgbd.com/AR