মস্কোয় অবস্থিত বাংলাদেশ মিশনকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। রোববার এক জরুরি ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি মানব পাচারকারী চক্রের মাধ্যমে কিছু বাংলাদেশিকে রাশিয়ায় পাঠিয়ে জোরপূর্বক যুদ্ধে নিয়োজিত করা হয়েছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশে এক মানব পাচার চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে, এ ধরনের অপরাধে জড়িত রিক্রুটিং ও ভ্রমণ এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, রাশিয়াগামী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করতে বিমানবন্দর ও অভিবাসন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রফিকুল আলম আরও জানান, এর আগেও সোলায়মান কবির নামে এক বাংলাদেশিকে রাশিয়ায় যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়েছিল। পরবর্তীতে তিনি মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নেন এবং তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। তিনি আশ্বস্ত করেন, যদি অন্য কেউ একই ধরনের পরিস্থিতিতে পড়েন, তবে তারা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে দেশে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
thebgbd.com/AR