ঢাকা | বঙ্গাব্দ

বই নিয়ে বিপাকে কারিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের নামে সমন জারি করেছে ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট।
  • | ১২ মে, ২০২৪
বই নিয়ে বিপাকে কারিনা ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের নামে সমন জারি করেছে ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট।


দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন কারিনা যে বইটি লিখেছিলেন, সেই বইকে ঘিরেই তৈরি হয়েছে জটিলতা।


‘করিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল’ নামের বইটিতে ‘বাইবেল’ শব্দের ব্যবহারের জেরেই আইনি বিপাকে পড়েছেন অভিনেত্রী। আর এতে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলুওয়ালিয়া সমন জারি করেছেন।


ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, কারিনা খ্রিস্টধর্মের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্টনি কারিনা ও বইটির প্রকাশকের বিরুদ্ধে একটি পিটিশন করেছে। যার জন্য কোর্টের এই নোটিশ।


পিটিশনের দাবি করা হয়েছে, কারিনার ওই বই বিক্রি বন্ধ করা হোক। কারণ বাইবেল শব্দটি ব্যবহার করে ধর্মীয় আবেগে আঘাত দেয়া হয়েছে।


ক্রিস্টোফার অ্যান্টনি একজন সমাজকর্মীও। তিনি বলেন, এতে নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতি আহত হয়েছে। প্রথমে তিনি পুলিশে এফআইআর দায়ের করতেও গিয়েছিলেন। পুলিশ তার অভিযোগ নিতে চায়নি। এরপর তিনি নিম্ন আদালতে গিয়েছিলেন। কিন্তু তারা এই যুক্তিতে পিটিশন রেজিস্ট্রার করতে চায়নি। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।


তবে এ বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আগামী ১ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে দ্য ওয়াল জানিয়েছে।