বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরে নিহত আবুল কাশেমের জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটি দাবি করেছে, কাশেম আওয়ামী লীগের সমর্থকদের হামলায় আহত হওয়ার পর মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে তারা সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
বুধবার সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শহীদ মিনার থেকে কফিন মিছিল বের হবে।
এছাড়া দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে কাশেমের গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিল আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় হামলার শিকার হন আবুল কাশেম। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে কাশেমের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লিখেছেন, "গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।"
thebgbd.com/AR