বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি বালিকা মাদরাসায় শতভাগ ফেল করেছে। মাদরাসাটি জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়নে অবস্থিত এমপিওভুক্ত সূর্যমুখী হাওলাদার বাড়ি বালিকা দাখিল মাদরাসা।
ওই মাদরাসা থেকে এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ পরীক্ষার্থী। কিন্তু তাদের কেউই পাশ করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য সূর্যমুখী হাওলাদার বাড়ি বালিকা দাখিল মাদরাসা থেকে ফরম পূরণ করেছিল ১০ শিক্ষার্থী। এর মধ্যে সবাই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ফলাফলে শতভাগ ফেল এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদরাসার শিক্ষার্থীরা জানায়, নয়জন শিক্ষকের মধ্যে সাতজনই ক্লাসে নিয়মিত আসে না, তাদের অদক্ষতায় মাদরাসায় শিক্ষার মান কমতে থাকে। মাদরাসাটি এমপিওভুক্ত হলেও শিক্ষকরা নিয়মিত ক্লাস নিতেন না। এ কারণে ফলাফল খারাপ হয়েছে।
সরকার প্রতি মাসে এসব শিক্ষকদের কয়েক লাখ টাকা বেতন দিয়ে থাকেন। প্রত্যন্ত গ্রামে এই মাদরাসার অবস্থান বিধায় এখানে কর্তৃপক্ষের ওতটা সুনজর নেই বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে ওই মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মরতুজা বিল্লাহর সঙ্গে বারংবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান, মাদরাসা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিগত এক বছর ধরে আমি মাদরাসা কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছিলাম।
কিন্তু বোঝা গেল তারা বিষয়টি কখনো আমলে নেননি। তবে ফলাফল কেন এতো খারাপ হলো তা যাচাই-বাছাই করা দেখা হবে।