ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ জনগণের সিদ্ধান্তের ওপর: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ জনগণের সিদ্ধান্তের ওপর: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। দলটি নিষিদ্ধ হবে কি না বা নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে বিএনপির কোনো অবস্থান নেই।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


জাতিসংঘের মানবাধিকার অফিসের সাম্প্রতিক প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এ প্রতিবেদনই প্রমাণ করে যে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন চালাচ্ছেন।


তিনি আরও বলেন, বিএনপির প্রত্যাশা, ভারত সরকার দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেবে এবং তাকে ও তার সহযোগীদের বিচারের আওতায় আনবে।


জামায়াতে ইসলামীর আনুপাতিক হারে নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, বিএনপি আগের মতোই এই পদ্ধতির বিপক্ষে রয়েছে। তবে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।


thebgbd.com/NA