ঢাকা | বঙ্গাব্দ

আর্না স্লটকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা

দলটির কোচ আর্না স্লট ম্যাচ শেষে লাল কার্ড দেখেন। এবার তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
আর্না স্লটকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা আর্না স্লট।

গুডিসন পার্কের শেষ ডার্বিতে এভারটনের বিপক্ষে জিততে পারেনি লিভারপুল। দলটির কোচ আর্না স্লট ম্যাচ শেষে লাল কার্ড দেখেন। এবার তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েসবাইটে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য’ স্লটকে লাল কার্ড দেখানো হয়। এই নিষেধাজ্ঞার ফলে প্রিমিয়ার লিগের আগামী দুই ম্যাচে অর্থাৎ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না স্লট।


গত বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে এভারটন। শুরুতে তাদের এগিয়ে নেন বেতো। কিছুক্ষণ পর সমতা টানেন আলেক্সিস মাক আলিস্তার। বিরতির পর মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে শেষ মুহূর্তে গোলটি করে পয়েন্ট ছিনিয়ে নেন জেমস তার্কোভস্কি।


শেষ এই গোলটি করার পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উল্লাসে ফেটে পড়ে তার্কোভস্কি। আর এতেই রেগে যান কার্টিস জোন্স। প্রতিবাদও জানান তখন। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পরই শুরু হয় হাতাহাতি। যেখানে যোগ দেন দুই দলের বেঞ্চের ফুটবলাররাও। এই ঘটনায় দুকরে ও জোন্সকেও লাল কার্ড দেখান রেফারি।


thebgbd.com/NIT