৩০ কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হওয়ায় উওরা ব্যাংকের মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রামের অর্থঋণ আদালত।
রোববার ব্যাংকের করা আবেদন আমলে নিয়ে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, অভিযুক্তরা হলেন- সাবেক মন্ত্রীর ছেলে মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম।
তাদের মধ্যে মুজিবুর রহমান সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাকি তিন জন ওই প্রতিষ্ঠানের পরিচালক।
আদালত সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রীর চার ছেলে যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সেই জন্য ব্যবস্থা নিতে আদালত ঢাকার বিশেষ পুলিশ সুপারকে (অভিবাসন) নির্দেশ দিয়েছেন।