ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ব ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।


মারা যাওয়া দুই মুসল্লি হলেন—বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং শরীয়তপুরের নড়িয়া থানার মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)।


মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার রাতে ইজতেমা ময়দানের ৭২ নম্বর খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন নাজমুল হোসেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই রাতে সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ নিয়ে বিশ্ব ইজতেমায় তিনজন মুসল্লির মৃত্যু হলো।


thebgbd.com/NIT