সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র নাবিকদের দেশে ফেরার প্রতীক্ষায় দিন কাটাচ্ছে পরিবার। শ্রীলঙ্কার কলম্বো বন্দর ছেড়ে আসা জাহাজটি সোমবার রাতে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পাথর খালাসের পর জাহাজটি ভিড়বে চট্টগ্রাম বন্দরে।
ছেলে সোমালি জলদস্যুদের কাছে জিম্মি থাকাকালে শঙ্কায় নির্ঘুম রাত কাটিয়েছেন এম ভি আবদুল্লাহর চিফ অফিসারের মা শাহনূর বেগম। অবশেষে ছেলে ফিরছেন বাড়িতে। তাই শাহনূর বেগমের এখন যেন ঈদের আনন্দ।
একইভাবে জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খানের ফিরে আসার প্রতীক্ষায় তার শিশু সন্তানেরা। বাবা ফিরলে তাকে নিয়ে ঘুরে বেড়ানোসহ নানান পরিকল্পনা তাদের।
বাংলাদেশ কন্টেইনার শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ফায়াজ খন্দকার বলেন, জিম্মি দশা থেকে মুক্ত হয়ে ‘এম ভি আব্দুল্লাহ’ জাহাজটি সোমালিয়া থেকে ২২ এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে। সেখানে কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল জাহাজটি মিনা সাকার বন্দরে যায়। সেখান থেকে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে জাহাজটি রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে।
এদিকে জাহাজ ও নাবিকদের নিরাপদে জিম্মি দশা থেকে মুক্ত করে আনায় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মার্কেন্টাইল মেরিন সেক্টর সংশ্লিষ্টরা।
গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি দস্যুদের কবলে পড়ে কেএসআরএম মালিকানাধীন কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ১৪ এপ্রিল মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের জিম্মিদশা থেকে মুক্ত হয় ২৩ নাবিকসহ জাহাজটি।