রাজধানীবাসীর স্বপ্নের বাহন মেট্রোরেলে ঢিল ছুড়তে দেখা গেছে এক কিশোরকে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা সেন্টার স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এমন এক ভিডিও ধরা পরেছে আবদুর রশিদ নামের এক ব্যক্তির গাড়ির ড্যাশ ক্যামে।
ভিডিওতে দেখা গেছে, গতকাল দুপুর ২টা ২৩ মিনিটের দিকে এক কিশোর মেট্রোর দিকে ঢিল ছুড়ছে। এ সময় তার সঙ্গে আরও দুই কিশোরকে দেখা যায়। মেট্রোরেলের উদ্দেশ্যে ঢিল ছুড়ে সটকে পড়ে তারা। ভিডিও দেখে তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি নেটিজেনদের।
এ বিষয়ে আবদুর রশিদ বলেন, দুপুর ৩টায় আমার একটি অনলাইন মিটিং ছিল। এ কারণে সেন্টার স্টেশনের পাশেই গাড়িটি পার্ক করে মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম।
এমন সময় দেখি একটা ছেলে মেট্রোর দিকে ঢিল ছুড়ছে। তাকে ডাক দিলে সে সেখান থেকে চলে যায়। আমার মিটিং থাকায় আমিও তাকে ধরতে পারি নাই। তবে সে সময় মেট্রোরেল যাচ্ছিল কী না তা খেয়াল করি নাই।
দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতের ঘটনা ঘটলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় দুর্বৃত্তরা। এমনকি উদ্বোধনের পর মেট্রোরেলেও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
গেল বছরের ৩০ এপ্রিল কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে ঘটা এ ঘটনায় মেট্রোর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। যদিও সে ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।