নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক বিএনপির তিন নেতাকর্মীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালপুর থানা ঘেরাও কর্মসূচি শেষে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে লালপুর ত্রিমোহনীতে অবস্থান নেন। এতে লালপুর-গোপালপুর, লালপুর-বাঘা এবং লালপুর-ঈশ্বরদী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আটক ব্যক্তিরা হলেন—লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন (৫০), তার ছেলে অনিক (২৪) ও ফিরোজ (৩২)।
বিক্ষোভকারীদের অভিযোগ, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সেনা ক্যাম্পের সদস্যরা খোকনের বাড়ি ঘিরে ফেলে। পরে বাড়িতে ঢুকে তাদের মারধর করে তুলে নিয়ে যায়। খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, “আমার স্বামী ও দুই সন্তানকে নির্যাতন করে নিয়ে গেছে, আমরা তাদের মুক্তি চাই।”
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু জানান, “আটক তিনজন আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগের নেতা মতিউর রহমান মতি ও জাহাঙ্গীর তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছেন। সরকারের পরিবর্তনের পর সেই টাকা ফেরত চাইলে ২০ হাজার টাকা ফেরত দিয়ে একটি ভিডিও তৈরি করে সেনাবাহিনীকে দেয়। এরপর সেনাবাহিনী খোকনের বাড়ি থেকে তাকে ও তার সন্তানদের ধরে নিয়ে যায় এবং মারধর করে।”
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “গতকাল রাতে সেনাবাহিনী আটক করে তাদের থানায় দিয়ে গেছে। থানায় কোনো চাঁদাবাজির অভিযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
thebgbd.com/NIT