নিজেদের ৪৭তম প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ। এরই মধ্যে বেশির ভাগ রাজ্যে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত বুথফেরত জরিপ থেকে দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছেন ডেমোক্রেট প্রার্থী কমলা। বড় স্টেটগুলোতে জিতে এরই মধ্যে ব্যবধান বেশ কমিয়ে এনেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হয়তো আক্ষেপেই পুড়তে হবে তাকে। কারণ সুইং স্টেটগুলোতে এগিয়ে থেকে হোয়াইট হাউসের চাবি হাতে পাওয়ার খুব কাছাকাছি ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন এর আপডেট অনুযায়ী, এখন পর্যন্ত ২৪৮টি ইলেকটোরাল কলেজ ভোটে জিতে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে খুব বেশি পিছিয়ে নেই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসও; পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। এ হিসেবে হোয়াইট হাউসের প্রবেশদ্বার থেকে আর মাত্র ২২টি ইলেকটোরাল ভোটের দূরত্বে আছেন ট্রাম্প আর কমলা আছেন ৫৬টি ভোটের দূরত্বে।
সময় গড়াতে গড়াতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য হয়তো আপাতত অনেকটাই কমে এসেছে; কিন্তু ব্যবধান গড়ে দিতে যাচ্ছে সাতটি সুইং স্টেটের ফলাফল, যেখানে এরই মধ্যে বেশ কয়েকটিতে জিতে গেছেন ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন এর আপডেট দেখাচ্ছে, সুইং স্টেট খ্যাত পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে ভালোভাবেই এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট। স্টেটগুলোর সবশেষ বুথফেরত জরিপ তার জয়ের আভাসই দিচ্ছে। মোট ৩৪টি ইলেকটোরাল ভোট স্টেট তিনটিতে। এর মধ্যে পেনসিলভানিয়াতে ১৯টি, মিশিগানে ১৫ এবং উইসকনসিনে ১০টি ইলেকটোরাল ভোট আছে। এছাড়া জর্জিয়াতেও জয় পেয়েছেন ট্রাম্প। ১৬টি ইলেকটোরাল ভোট আছে এ স্টেটটিতে। অন্য দুই সুইং স্টেট অ্যারিজোনা ও নেভাদায়ও জয়ের সুবাতাস পাচ্ছেন ট্রাম্প। এ দুটিতে আছে যথাক্রমে ১১টি ও ৬টি ইলেকটোরাল ভোট।
তবে হিসাব অনুযায়ী, সুইং স্টেটে জিতলেই হোয়াইট হাউসের দরজা আবারও খুলে যাবে ট্রাম্পের জন্য। আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসবে লাল শিবির, তথা রিপাবলিকান পার্টি। ফলে অনুমিতভাবেই কপাল পুড়তে যাচ্ছে ডেমোক্রেটদের। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নভঙ্গ হতে যাচ্ছে কমলার।