টি-টোয়েন্টি বিশ্বকাপের আর কয়েকদিন বাকি। আগামী এক জুন থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টে ২০টি দলের মধ্যে ১৭টি দল স্কোয়াড ঘোষণা করেছে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে সোমবার দুপুরে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে। তবে তা নির্ভর করছে তাসকিন আহমেদের স্ক্যান রিপোর্টের ওপর। কোনো কারণে আজ দল ঘোষণা না হলে মঙ্গলবার করা হবে।
বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবে শান্তরা। তাই ধারনা করা যাচ্ছে সোমবার স্কোয়াড ঘোষণার সম্ভাবনা প্রবল।
এর আগে রোববার জিম্বাবুয়ে সিরিজ শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বৈঠক করেছেন অধিনায়ক শান্ত। সেখানে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহও ছিলেন। বোর্ড সভাপতি ছাড়াও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ছিলেন ওই সভাতে।
এদিকে এক মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। প্রকাশ না করলেও তালিকা বিসিবি সময়মতো পাঠিয়ে দিয়েছে। তবে আগামী ২৫ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে সংশ্লিষ্ট বোর্ড। এই সুযোগটাই নিয়েছে বিসিবি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।
বিশ্বকাপের সম্ভাব্য দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।