স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সায়েদুর রহমান জানিয়েছেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকসহ বিভিন্ন পদে ৫ হাজার নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জেলা প্রশাসকদের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সায়েদুর রহমান বলেন, “দেশের বিভিন্ন হাসপাতালে জনবলের সংকটের কারণে সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এই সমস্যা সমাধানে শিগগিরই নতুন পদ সৃষ্টি করে প্রয়োজনীয় নিয়োগ দেওয়া হবে।”
এদিকে, রোববার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে এবারও রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ডিসিদের সাক্ষাৎ হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
নতুন জনবল নিয়োগের এ উদ্যোগ স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
thebgbd.com/NA