ঢাকা | বঙ্গাব্দ

গার্মেন্টস শিল্প নিয়ে পাশের দেশ ষড়যন্ত্র করছে: শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্প নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি, ২০২৫
গার্মেন্টস শিল্প নিয়ে পাশের দেশ ষড়যন্ত্র করছে: শ্রম উপদেষ্টা ফাইল ছবি

গার্মেন্টস শিল্প নিয়ে পাশের একটি দেশ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসাইন।


শনিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গার্মেন্টস খাতের পণ্য উৎপাদনে সাপোর্ট দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্প নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে। তবে দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না।


এম সাখাওয়াত বলেন, বিগত সময়ে দুর্নীতির জন্য ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে।


thebgbd.com/NIT