ঢাকা | বঙ্গাব্দ

জুলাই-আগস্ট শহীদ ও আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
জুলাই-আগস্ট শহীদ ও আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ছবি : সংগৃহীত।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এই সপ্তাহেই “জুলাই অধিদপ্তর” গঠন করা হচ্ছে। সোমবার মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম জেলা প্রশাসক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।


নিহত শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য তিনটি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে।


- ক্যাটাগরি ১ এর আহতরা পাবেন ৫ লাখ টাকার অনুদান এবং মাসিক ২০ হাজার টাকা।

- ক্যাটাগরি ২ এর আহতরা পাবেন ৩ লাখ টাকার অনুদান এবং মাসিক ১৫ হাজার টাকা।

- ক্যাটাগরি ৩ এর আহতরা পুনর্বাসনে সহযোগিতা পাবেন।


এছাড়া, প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। তিনি আরও আরও জানান, প্রতিটি জেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।


এই পদক্ষেপের মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদানের পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।




thebgbd.com/NA