যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের গুলিতে আমজাদ আলী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছে।
সোমবার (১৩ মে) ভোর ৪টায় বেনাপোল পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে এ ঘটনা ঘটেছে।
আহত আমজাদ আলী শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সুকচাঁদ আলীর ছেলে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শটগানের গুলি ছোড়ে। এতে বেনাপোলে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ী আমজাদ আলী গুলিবিদ্ধ হয়। পরে সহকর্মীদের সহযোগিতায় বাড়ি ফিরে এলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে।
বেনাপোলের পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গাফফার জানান, পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত পথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে গুলি করে। বর্তমানে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সোমবার সকাল ১০ টায় জানান, এখন পর্যন্ত পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে কেউ আহত হয়েছেন এমন খবর তিনি পাননি।
তিনি বলেন, ‘পুটখালী সীমান্ত পথে অবৈধ পারাপারের সুযোগ কম। খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
এরআগে এ সীমান্তে গত ৩ এপ্রিল বিএসএফের রাবার বুলেটে শফিকুল ইসলাম ওরফে ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫) নামে দুই বাংলাদেশি আহত হয়েছিল।