চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে শিক্ষা বোর্ড। নির্ধারিত রুটিন অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈসাবি উৎসবের কারণে তা পিছিয়ে ১৩ মে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি প্রকাশ করা হয়।
সংশোধিত সূচি অনুযায়ী, শুধু বাংলা দ্বিতীয় পত্র নয়, ব্যবহারিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ মে এবং চলবে ২২ মে পর্যন্ত। এর আগে, ১২ ডিসেম্বর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবং উৎসবের দিনগুলো বিবেচনায় নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। সংশোধিত রুটিন অনুযায়ী পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
thebgbd.com/NA