ঢাকা | বঙ্গাব্দ

যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকছে না গ্যাস

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকছে না গ্যাস ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারসহ কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মেরামতকাজের কারণে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।


তিতাস জানিয়েছে, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসের সংযোগকারী ১২"×১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের সালেহপুর সংলগ্ন অংশে লিকেজ মেরামতের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর ও মাঝেরচর এলাকায় গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। পাশাপাশি আশপাশের অঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।


গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতার আহ্বান জানিয়েছে।


thebgbd.com/NA