ঢাকা | বঙ্গাব্দ

কান পরিষ্কার করার সহজ উপায়

কান পরিষ্কার করার জন্য কিছু সহজ ও নিরাপদ উপায় অনুসরণ করা যেতে পারে।
  • | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
কান পরিষ্কার করার সহজ উপায় কান পরিষ্কার করা

কান পরিষ্কার করার জন্য কিছু সহজ ও নিরাপদ উপায় অনুসরণ করা যেতে পারে। কটন বাড বা অন্য কোনো ধারালো বস্তু ব্যবহার করা ঠিক নয়, কারণ এতে কানের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। কানের ময়লা প্রাকৃতিকভাবেই বের হয়ে আসে, তবে অতিরিক্ত ময়লা জমে গেলে নরম তোয়ালে বা কাপড় দিয়ে কান মুছে ফেলা যেতে পারে।


একটি ভালো উপায় হলো হালকা গরম পানি বা লবণ মিশ্রিত পানি দিয়ে কানের ভেতর কয়েক ফোঁটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা, এরপর মাথা কাত করে পানি বের করে দেওয়া। অলিভ অয়েল বা নারকেল তেল কয়েক ফোঁটা কানে দিলে ময়লা নরম হয়ে সহজেই বেরিয়ে আসে। ফার্মেসিতে পাওয়া যায় এমন ইয়ার ড্রপ ব্যবহার করেও কানের ময়লা পরিষ্কার করা যায়।


যদি খুব বেশি ময়লা জমে গিয়ে শুনতে সমস্যা হয়, তবে চিকিৎসকের সাহায্য নেওয়া ভালো। কানে ব্যথা, চুলকানি বা অন্য কোনো অস্বস্তি থাকলে নিজে পরিষ্কার না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।