ঢাকা | বঙ্গাব্দ

মাঝ আকাশে বিমানে ভয়াবহ আগুন

বিমানটি নিরাপদে হোবার্টে অবতরণ করার পর এয়ারসার্ভস অস্ট্রেলিয়ার দমকল কর্মীরা বিমানে উঠে আগুন লাগানো ব্যাগটি সরিয়ে নেন।
  • অনলাইন ডেস্ক | ২৩ জুলাই, ২০২৫
মাঝ আকাশে বিমানে ভয়াবহ আগুন ফাইল ছবি

সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়ার একটি ফ্লাইটে হঠাৎ মাঝ আকাশে আগুন ধরে যায়। এতে বিমানের কেবিন ধোঁয়ায় ভরে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।


সিডনি থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট (ভিএ১৫৮) সোমবার সকাল ৯টার কিছু পর হোবার্ট বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বিমানের কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর নিউইয়র্ক পোস্টের। 


প্রত্যক্ষদর্শীরা জানান, কেবিন ক্রুরা একটি ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট খুলে সেখানে আগুন জ্বলতে থাকা একটি লিথিয়াম ব্যাটারি আবিষ্কার করেন।


ঘটনার ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা বিমানের পেছনের দিকে ছুটে যাচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, আগুন নেভাতে ক্রু সদস্যদের সাহায্যে যাত্রীরা একে অপরের হাতে পানি বোতল তুলে দিচ্ছেন।


প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে বিমানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও পরে পানি ব্যবহার করে আগুন নিভাতে সক্ষম হন কেবিন ক্রুরা।


বিমানটি নিরাপদে হোবার্টে অবতরণ করার পর এয়ারসার্ভস অস্ট্রেলিয়ার দমকল কর্মীরা বিমানে উঠে আগুন লাগানো ব্যাগটি সরিয়ে নেন।


হোবার্ট বিমানবন্দরের প্রধান পরিচালন কর্মকর্তা ম্যাট ককার বলেন, একজন যাত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


ভার্জিন অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট ও কেবিন ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সবাই নিরাপদ বলে নিশ্চিত করা হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়, ‘সোমবার সিডনি থেকে হোবার্টগামী ফ্লাইট (ভিএ১৫৮) অবতরণের আগে একটি ওভারহেড লকারে আগুন ধরে যায়। আগুন কেবিন ক্রুরা নিভিয়ে ফেলেন এবং পরে দমকল কর্মীরা ব্যাগটি সরিয়ে নেওয়ার পরে যাত্রীরা নিরাপদে অবতরণ করেন।’


পরবর্তীতে সিডনিগামী ফেরত ফ্লাইটের জন্য বিকল্প বিমান সরবরাহ করা হয় এবং আশপাশের সিটে থাকা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।


উল্লেখ্য, এর আগে এ বছর দক্ষিণ কোরিয়াতেও একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে গিয়েছিল, যেখানে তিনজন যাত্রী সামান্য আহত হন। সে ক্ষেত্রেও লিথিয়াম ব্যাটারিযুক্ত একটি পাওয়ার ব্যাংক থেকেই আগুনের সূত্রপাত ঘটেছিল বলে ধারণা করা হয়।


thebgbd.com/NIT