ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ছবি : সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময় তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ ছাড়া, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।


সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বিস্তার পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।


গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস।


thebgbd.com/NA