মার্কিন বিমান সংস্থা ডেল্টা জানিয়েছে, এই সপ্তাহে টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হওয়া বিমানের প্রত্যেক যাত্রীকে ৩০ হাজার ডলার প্রদান করা হবে। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।
কোম্পানির একজন মুখপাত্র বুধবার (১৯ ফেব্রুয়ারি) এএফপিকে বলেন, এই পদক্ষেপের কোনও শর্ত নেই এবং এটি যাত্রীদের অধিকারকে প্রভাবিত করছে না। সোমবার, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস শহর থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান টরন্টোর প্রধান বিমানবন্দরে রানওয়েতে জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উল্টে যাওয়া বিমানটিকে গ্রাস করে। তবে ৮০ জন যাত্রীর মধ্যে কেউই নিহত হননি। ডেল্টা জানিয়েছে, এই দুর্ঘটনায় ২১ জন যাত্রী আহত হয়েছেন। তবে, বুধবার সকাল পর্যন্ত কেবল একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্যারামেডিক পরিষেবা জানিয়েছে, জরুরি পরিষেবা প্রদানকারীরা যাত্রীদের বিভিন্ন আঘাতের চিকিৎসা করেছেন, যার মধ্যে রয়েছে পিঠ মচকে যাওয়া, মাথার আঘাত, উদ্বেগ এবং মাথাব্যথা।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং এএফপিরযাচাই করা দুর্ঘটনার নাটকীয় ফুটেজে দেখা গেছে, বোম্বার্ডিয়ার সি আর জে-৯০০ অবতরণের আগে রানওয়েতে ধাক্কা খায়, তারপর পিছনে থেমে যাওয়ার আগে ডানা ভেঙ্গে যায়। কানাডার পরিবহন সুরক্ষা বোর্ড এই ব্যাপারে একটি তদন্ত শুরু করেছে।
সূত্র: এএফপি
এসজেড