শয়তানের কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শয়তান মানুষের শত্রু, যা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। শয়তান নানাভাবে মানুষকে প্রলুব্ধ করে, বিভ্রান্ত করে এবং গুনাহের পথে নিয়ে যেতে চায়। তাই তার ফাঁদ থেকে বাঁচতে হলে সচেতনতা ও ইবাদতের মাধ্যমে আত্মরক্ষা করতে হবে।
শয়তান সর্বদা মানুষের মন ও হৃদয়ে ওয়াসওয়াসা সৃষ্টি করে। এটি হতে পারে সন্দেহ, হতাশা, অহংকার, হিংসা বা লোভের মাধ্যমে। সে মানুষকে এমন কাজ করতে উৎসাহিত করে, যা গুনাহের দিকে ধাবিত করে। কখনো সে অবাধ স্বাধীনতার মোহ দেখায়, আবার কখনো আল্লাহর অনুগ্রহ নিয়ে অতিরিক্ত আশাবাদী করে তোলে, যাতে মানুষ তওবা ও আত্মশুদ্ধি বিলম্বিত করে। এজন্য মানুষের উচিত সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও তার নির্দেশিত পথে চলা।
নামাজ শয়তানের প্রতিরোধের সবচেয়ে বড় মাধ্যম। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে শয়তানের ধোঁকা সহজে কাজ করতে পারে না। কুরআন পাঠ ও তেলাওয়াতও এক গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা অন্তরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করে। বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস ও সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করলে শয়তানের কুমন্ত্রণার প্রভাব কমে যায়।
শয়তান একাকী মানুষকে আক্রমণ করতে বেশি পছন্দ করে। তাই সৎ সঙ্গ রাখা খুব গুরুত্বপূর্ণ। ভালো মানুষের সাহচর্যে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আল্লাহর ভয় জাগ্রত রাখা এবং সবসময় তার স্মরণে মনোযোগী হওয়া শয়তানের কুপ্রভাব ঠেকাতে সহায়ক। যেকোনো গুনাহ বা খারাপ চিন্তা মাথায় এলে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও ইস্তিগফার করা উচিত।
শয়তান মানুষকে ধীরে ধীরে পাপের দিকে টানে। সে সরাসরি বড় গুনাহের দিকে নিয়ে যায় না, বরং ছোট ছোট অসতর্কতার মাধ্যমে বড় পাপে পতিত করে। তাই ছোট গুনাহকেও অবহেলা করা যাবে না। সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকা, হারাম ও নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, অন্তরকে বিশুদ্ধ রাখা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা বাড়ানো শয়তানের প্রতারণা থেকে মুক্তির উপায়।
নিজেকে সবসময় আল্লাহর রহমত ও গজবের কথা স্মরণ করিয়ে দেওয়া দরকার। আল্লাহর আদেশ মানলে শান্তি ও সফলতা, আর শয়তানের অনুসরণ করলে ধ্বংস ও পরিণামে জাহান্নামের শাস্তি—এই সত্য মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, নেক আমলের অভ্যাস, খারাপ চিন্তা দূর করা ও সৎ কাজের প্রতি মনোযোগী হওয়াই শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার প্রধান উপায়।
thebgbd.com/NIT