ঢাকা | বঙ্গাব্দ

দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে সরকারের সফলতাও চাইলেন মির্জা ফখরুল

কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে সরকারের সফলতাও চাইলেন মির্জা ফখরুল সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি অন্তর্বর্তী সরকারের সফলতাও কামনা করেছেন।


আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।


ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাজনীতি ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ ভোট ছাড়া বছরের পর বছর ক্ষমতা দখল করে রেখেছিল। সর্বশেষ ভুয়া নির্বাচন করে তারা পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন সেই পরিস্থিতির অবসান হয়েছে।


তিনি আরও বলেন, বিএনপির ৭০০ নেতাকর্মী গুম হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। কুমিল্লার দুই জনপ্রিয় নেতাকে গুমের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই কালো অধ্যায়। বেগম খালেদা জিয়া হাসিনার পাতানো নির্বাচন মেনে নেননি বলেই তাকে কারাবন্দি করা হয়েছে।


বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে, কিন্তু অনেকের আচরণ দেখে মনে হয় বিএনপি কিছুই করেনি। বিএনপি চায় এই সরকার সফল হোক।


সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংস্কার সংস্কার করছে কিছু লোক কিন্তু সাধারণ মানুষ এগুলো বোঝে না। তাদের কাছে সবচেয়ে বড় সংস্কার হলো দুই বেলা পেট ভরে খেতে পারা। দয়া করে দেশের মানুষকে শান্তি দিন। এনার্কি কখনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না।


দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে। এজন্য বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। অনেকে সমালোচনা করে কিন্তু এর বাইরে কোনো উপায় নেই। দেশে ভোট হলে স্থিতিশীলতা আসবে। অন্যান্য দলেরও এই কথা বলা উচিত।


তিনি বলেন, অনেক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছে, যার প্রভাব অর্থনীতিতে পড়ছে। আজ যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা বাংলাদেশের স্বার্থে কাজে লাগানো দরকার।


নির্বাচন এলেই যেন সহিংসতা না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, ভারতের বিষয়ে ইঙ্গিত করে বলেন, পাশের দেশে বসে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ভারত যদি মনে করে শেখ হাসিনাই তাদের একমাত্র বন্ধু, তাহলে তারা বাংলাদেশকে পাশে পাবে না।




thebgbd.com/AR