বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে ফের সরব হয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার হয়ে এ টি এম আজহারুল ইসলাম এখনও বন্দি রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্যের শিকার হয়ে কারাগারে বন্দি জীবন যাপন করছেন।
তিনি আরও উল্লেখ করেন, তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা তার পক্ষে আর সম্ভব নয়। সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান জানান, এই জুলুমের প্রতিবাদে এবং এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজেই গ্রেপ্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে তিনি আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন এবং আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আহ্বান জানান।
তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী তাকে যথাস্থানে পাওয়া যাবে, ইনশাআল্লাহ।
thebgbd.com/NIT