ঢাকা | বঙ্গাব্দ

কঙ্গোতে নৌকা ডুবে ৭৮ জনের মৃত্যু

যাত্রী বোঝাই নৌকাটি দক্ষিণ কিভু রাজ্যের মিনোভা শহর থেকে আসছিল এবং এটি বৃহস্পতিবার সকালে গোমা থেকে ১০০ মিটার দূরে ডুবে যায়।
  • | ০৪ অক্টোবর, ২০২৪
কঙ্গোতে নৌকা ডুবে ৭৮ জনের মৃত্যু ডুবে যাওয়া নৌকায় ২৭৮ জন যাত্রী ছিলেন।

কঙ্গো প্রজাতন্ত্রে নৌকা ডুবে ৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির লেক কিভু এলাকায় এ ঘটনায় ঘটে। স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ কিভু রাজ্যের গভর্নর জেন জ্যাকিউস ‍পুরিসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) নৌকাটি ডুবে যাওয়ার আগে এতে ২৭৮ জন যাত্রী ছিল। তিনি আরও বলেন, প্রকৃত অর্থে কতজনের মৃত্যু হয়েছে তা জানতে অন্তত তিনদিন সময় লাগবে। কারণ সবার মরদেহ এখনও পাওয়া যায়নি। পার্শ্ববর্তী উত্তর কিভু রাজ্যের গভর্নর জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে।

যাত্রী বোঝাই নৌকাটি দক্ষিণ কিভু রাজ্যের মিনোভা শহর থেকে আসছিল এবং এটি বৃহস্পতিবার সকালে গোমা থেকে ১০০ মিটার দূরে ডুবে যায়। কঙ্গো সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী এম২৩ এর মধ্যে ব্যাপক সংঘর্ষের কারণে মানুষজন স্থল ভ্রমণের পরিবর্তে নৌকায় করে কিভু লেক পাড়ি দিয়ে গোমাতে পৌঁছানোর চেষ্টা করছে। তবে নৌকাগুলোতে অতিরিক্ত ছাত্রী বোঝাইয়ের কারণে এমন দুর্ঘটনা ঘটছে।

গোমা থেকে সাংবাদিক আলাইন উয়াকানি আল জাজিরাকে বলেন, সহিংসতার কারণে রাস্তা বন্ধ থাকায় স্থানীয়দের মাঝে হতাশা বাড়ছে। তিনি আরও বলেন, স্থানীয়রা অভিযোগ করেন উত্তর কিছু রাজ্য থেকে পার্শ্ববর্তী দক্ষিণ কিভু রাজ্যে যেতে এখন একমাত্র ভরসা এই নৌকা। কারণ সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাতের কারণে অনেক রাস্তা বন্ধ রয়েছে।