ঢাকা | বঙ্গাব্দ

দুঃস্বপ্ন দেখলে পড়ুন এই দোয়া

  • নিজস্ব প্রতিবেদক | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
দুঃস্বপ্ন দেখলে পড়ুন এই দোয়া ভালো বা মন্দ স্বপ্ন দেখলে স্বপ্নদ্রষ্টার করণীয় কী এ সম্পর্কে সিহাহ সিত্তাসহ অন্যান্য কিতাবেও সহিহ সনদে বর্ণিত একাধিক হাদিস পাওয়া যায়।

দুঃস্বপ্ন দেখলে ভয় না পেয়ে নিচের দোয়াগুলো পড়তে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।


১. তিনবার এই দোয়া পড়ুন:


أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

উচ্চারণ: আউযু বিল্লাহি মিনাশ শাইত্বানির রজিম।

অর্থ: আমি আল্লাহর কাছে ধ্বংসপ্রাপ্ত শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই।


২. এরপর তিনবার এই দোয়া পড়তে পারেন:


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَمَلِ الشَّيْطَانِ وَسَيِّئَاتِ الْأَحْلَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আমালিশ শাইত্বানি ওয়া সাইয়্যি-আতিল আহলাম।

অর্থ: হে আল্লাহ! আমি শয়তানের কাজ এবং মন্দ স্বপ্নের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই।


৩. সূরা ফালাক ও সূরা নাস তিনবার করে পড়ুন।


৪. ডান পাশে ফিরে শুয়ে পড়ুন এবং আল্লাহর জিকির করুন।


৫. কারও সঙ্গে দুঃস্বপ্ন নিয়ে আলোচনা করবেন না, বরং আল্লাহর কাছে ভালো স্বপ্নের জন্য দোয়া করুন।


এই আমলগুলো করলে দুঃস্বপ্নের অনিষ্টতা থেকে বেঁচে থাকা সম্ভব ইনশাআল্লাহ।


thebgbd.com/NIT