ঢাকা | বঙ্গাব্দ

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

সুপার এইটের প্রথম ম্যাচে হারলো বাংলাদেশ।
  • | ২১ জুন, ২০২৪
বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ কামিন্সের দুর্দান্ত বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ

সুপার এইটের প্রথম ম্যাচে হারলো বাংলাদেশ। অ্যান্টিগায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে টাইগাররা।


আজ শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ। সেই রান তাড়ায় নামার আগে বৃষ্টির বাগড়ায় পড়ে অসিরা। দলটি ব্যাটিংয়ে নামারও আরও দুবার বৃষ্টি হয়েছে। এর মধ্যে শেষবার বৃষ্টিতে বিঘ্ন ঘটার সময় ১১ ওভার ২ বলে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ১০০ রান।


তখন ডিএলএস পদ্ধতিতে তখন ২৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। পরে খেলা আর মাঠে না গড়ালে এই ব্যবধানে জয় পায় মিচেল মার্শের দল।


লক্ষ্য তাড়ায় নামা অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। ১৪ রানে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার দুই উইকেটই তুলে নিয়েছেন রিশাদ হোসেন। ২১ বলে ৩১ রান করা ট্রাভিস হেডকে ফেরানোর পর মিচেল মার্শকেও (১ রান) তুলে নেন এই লেগি। 


এর আগে, ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪১ এবং তাওহীদ হৃদয় ২৮ বলে ৪০ রান করলে ৮ উইকেটে ১৪০ রানের পুঁজি পায় বাংলাদেশ। বাংলাদেশকে এতো অল্পতে আটকে দেওয়ার পেছনের কারিগর প্যাট কামিন্স। মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী এবং তাওহীদ হৃদয়কে তিন বলে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন এই পেসার।