ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস জিম্মি শিরি বিবাসের মৃতদেহ নয়, বরং আগের দিন গাজার এক মহিলার মৃতদেহ হস্তান্তর করেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নেতানিয়াহু এক ভিডিও বার্তায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বলেন, ‘এটি অকল্পনীয়ভাবে নিন্দনীয়, হামাস শিরিকে তার ছোট বাচ্চাদের কাছে ফিরিয়ে দেয়নি। বরং শিরির পরিবর্তে একজন গাজার মহিলার মৃতদেহ একটি কফিনে রাখা ছিল।’
সূত্র: এএফপি
এসজেড