কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার সৈয়দপুর এলাকায় বাসচাপায় জসীম উদ্দিন (৫০) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পথসভা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসীম উদ্দিন লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আশরাফের ছেলে। তিনি উপজেলা জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয়দের মতে, জামায়াতের আমির ড. শফিকুর রহমানের গাড়িবহর যানজটে আটকে পড়লে জামায়াত কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন। এসময় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে জসীম উদ্দিনকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
Thebgbd.com/NA