বার্সেলোনার তারকা ডিফেন্ডার রোনাল্ড আরাউজোকে দলে নিতে বিশাল অঙ্কের প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেস জানিয়েছে, ইউনাইটেড ২৫ বছর বয়সী এই উরুগুয়ান ডিফেন্ডারের জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত। নতুন কোচ রুবেন আমোরিম ডিফেন্স শক্তিশালী করতে একজন বিশ্বমানের সেন্টার-ব্যাক চান, আর তার প্রথম পছন্দ আরাউজো।
২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেন আরাউজো। ধাপে ধাপে নিজের উন্নতি করে ২০২০ সালে মূল দলে জায়গা করে নেন। এরপর থেকেই তিনি রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠেন।
P
বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই তারা বড় অঙ্কের প্রস্তাব পেলে আরাউজোকে বিক্রি করতে পারে। শীতকালীন দলবদলের সময় জুভেন্টাস তাকে নিতে চাইলেও ১০০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি হয়নি, তাই তিনি থেকে যান। পরে বার্সা তার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে।
কিন্তু অর্থসংকটের কারণে পরিস্থিতি বদলাতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড চাইলে তাকে কিনতে পারে, যদি বার্সা বিক্রির সিদ্ধান্ত নেয়।
তবে ইউনাইটেড একা নয়, অনেক বড় ক্লাব এই ডিফেন্ডারকে দলে নিতে চাইবে। শেষ পর্যন্ত বার্সেলোনার আর্থিক অবস্থা এবং আরাউজোর ইচ্ছার ওপরই নির্ভর করবে তিনি কোথায় খেলবেন।
thebgbd.com/NIT