ঢাকা | বঙ্গাব্দ

খ্যাতনামা নৃত্যশিল্পী দুলাল তালুকদার ইন্তেকাল করেছেন

বুলবুল ললিতকলা একাডেমির খ্যাতনামা নৃত্যবিদ ও হার্ভার্ড স্কুল অব ড্যান্সের শিক্ষক আমেরিকা প্রবাসী দুলাল তালুকদার (৭৮) মারা গেছেন।
  • | ১৩ মে, ২০২৪
খ্যাতনামা নৃত্যশিল্পী দুলাল তালুকদার ইন্তেকাল করেছেন সংগৃহীত

বুলবুল ললিতকলা একাডেমির খ্যাতনামা নৃত্যবিদ ও হার্ভার্ড স্কুল অব ড্যান্সের শিক্ষক আমেরিকা প্রবাসী দুলাল তালুকদার (৭৮) মারা গেছেন। তাঁর ভাই বীর মুক্তিযোদ্ধা মোস্তাক তালুকদার এ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।


জানা যায়, শনিবার (১১ মে) ম্যাসাচুসেট অঙ্গরাজ্যের মেডফোর্ড শহরে নিজ বাড়িতে মারা গেছেন তিনি। মোস্তাক তালুকদার জানান, এই নৃত্যশিক্ষক দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে ভুগছিলেন। আজ দুলাল তালুকদারের জানাজা এবং দাফনের তারিখ ও সময় জানানো হবে। পরিবারে দুলাল তালুকদার তাঁর স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন।


দুলাল তালুকদার একাধারে নৃত্যশিল্পী, শিক্ষক, কোরিওগ্রাফার ও সংগীতজ্ঞ।


১৯৪৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তাঁরা ঢাকায় চলে আসেন। সেই থেকে কমলাপুরের ঠাকুরপাড়ায় তাঁদের বসবাস। সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ তাঁরা মোট ৫ ভাই। বাকিরা হলেন মশিউর রহমান তালুকদার, তমাল তালুকদার। আরেক ভাই বীর মুক্তিযোদ্ধা মোস্তাক তালুকদার দীর্ঘদিন ধরে নিউ হ্যাম্পশয়ারে বসবাস করছেন। তাঁদের দেশের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হাপানিয়া গ্রামে।


বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) প্রথম ব্যাচের (১9৫৫) শিক্ষার্থী ছিলেন দুলাল। ১৯৬৩ সালে নবাবপুর স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে ভর্তি হয়েছিলেন ঢাকা কলেজে।


গত শতকের ষাটের দশকে সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে বিশ্বের প্রায় ২০টি দেশে নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন।


ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ, ইরানের বাদশাহ রেজা শাহ পাহলভি, চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দুলাল তালুকদার। তিনি সান্নিধ্য পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বখ্যাত ওস্তাদ বিসমিল্লাহ খান, গজলসম্রাট মেহেদী হাসান, নৃত্যরানি সিতারা দেবী, উদয়শঙ্কর, পণ্ডিত রবিশঙ্করসহ বহু গুণীর।


১৯৭৪ সালের মার্চ মাসে দুলাল তালুকদার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান স্থায়ীভাবে।